কবে অবসর নিবেন ধোনি, যা জানা গেলো
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ হওয়ার পরদিনই রাঁচীতেম ফিরে আসেন মহেন্দ্র সিংহ ধোনি। বাড়িতে কয়েক দিন সময় কাটাবেন। এরপর লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। চিকিৎসা করাতে ইংল্যান্ডে পাড়ি দিবেন মহেন্দ্র সিংহ ধোনি। এরপর অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পেশিতে চোট পেয়েছেন ধোনি। আইপিএল চলাকালীন এ বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। কবে, কখন চোট পেয়েছেন তাও স্পষ্ট নয়। তবে চিকিৎসা করাতে কয়েক দিনের মধ্যেই লন্ডনে যাবেন তিনি। আর সেখান থেকে ফিরে রিকভারির পর অবসরের নিয়ে সিদ্ধান্ত নেবেন।
একটি সংবাদ সংস্থাকে ধোনির ঘনিষ্ঠ সূত্র বলেন, ধোনির পেশি ছিঁড়েছে। আইপিএলে সেজন্য বেশ বেগ পেতে হয়েছে। তার চিকিৎসা করাতেই লন্ডন যাবেন ধোনি। ধোনি এখনো ক্রিকেট খেলা চালিয়ে যেতে চায়। চিকিৎসার পর ঠিক হতে পাঁচ-ছয় মাস লাগবে। এর পরেই অবসরের সিদ্ধান্ত নেবে।
২০২৩ সালে আইপিএলের পরে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিলো ধোনির। ঋষভ পন্থের অস্ত্রোপচার যিনি করেছিলেন, সেই দীনশ পারদিওয়ালাই ধোনির অস্ত্রোপচার করেন। গতবারের আইপিএলে বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ লাগিয়ে খেলতে দেখা গিয়েছিলো ধোনিকে। তখনো তিনি চোট নিয়ে খেলেছিলেন। এবারও একই জিনিস দেখা গেলো।