কচুয়ায় বাবু ও রামপালে মোয়াজ্জেম চেয়ারম্যান নির্বাচিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটের কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) রাতে দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে তাকে নির্বাচিত ঘোষনা করা হয়।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন।
এদিকে রামপাল উপজেলায় রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে ২৪ হাজার ১শ ৯৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হক লিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসাম্মাৎ হোসনেয়ারা (মিলি) পুনরায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রথমধাপে বাগেরহাট সদর উপজেলায় ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলো- চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার মোল্লাহাট , চিতলমারী ও ফরিহাটের উপজেলার নির্বাচন আগামী ২১মে অনৃষ্ঠিত হবে।