সংবাদ শিরোনাম ::
একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত গৃহীত হয়।
১২ মার্চ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংকগুলো একীভূতকরণে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা হবে।
আগামী সপ্তাহের প্রথমদিকে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত থাকবেন। এরপরই শুরু হবে একীভূতকরণ প্রক্রিয়া ।
অর্থনীতিবিদদের শথৈ দেশের ১৫ থেকে ২০ টি ব্যাংক আর্থিকভাবে নাজুক অবস্থায় আছে।
সম্প্রতি ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, রেড জোনে পদ্মা ব্যাংক। আর ইয়েলো জোনে এক্সিম ব্যাংক।