সংবাদ শিরোনাম ::
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঁচ হাজার ৫৬৩ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ মে) সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরমধ্যে খুলনা শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প রয়েছে।
প্রকল্পগুলোর ব্যয়ের ৫ হাজার ২০৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে। এছাড়া ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে।
পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার একনেক সভা শেষে জানান, বৃহস্পতিবার (৯ মে) একনেক সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সবগুলো প্রকল্পই অনুমোদন দিয়েছেন।