ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

একদিকে নারী দিবস, অন্যদিকে শিব রাত্রি উৎসব

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদিকে যেমন সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তেমনি অন্য দিকে নারীদের শিব রাত্রি ব্রত পালন। শিব রাত্রি উৎসব পালিত হচ্ছে সারা দেশে , অলিতে গলিতে, শিবের মন্দিরে মন্দিরে।

শুক্রবার (৮ই মার্চ) সকাল থেকেই একদিকে চলছে মন্দির সাজানোর কাজ এবং শিব দূর্গাকে সাজানো। অন্যদিকে মন্দিরে মন্দিরে ভোগের আয়োজন, কোথাও কোথাও আলোতে সেজে উঠেছে মন্দির গুলোন। রাত ৮টা বাজলেই এই মন্দির গুলিতে পূজো দেওয়ার জন্য ভীর জমাবে মহিলারা , শিবের কাছে তাদের বর চাওয়া ও কমনা পূরণে।

আর একদিকে দেখা গেল ফল ও ফুলের বাজারে দাম আগুন। একটি গাঁদা ফুলের মালার দাম ২৫ টাকা থেকে ৩০ টাকা, ডাব ৩০ টাকা থেকে ৫০ টাকা, আকন্দ মালা ১৫ থেকে ২০ টাকা, ধুতরা ফল ও ফুল ৫ টাকা পিচ।

আপেল ১৫০ টাকা থেকে ১৮০ ‌টাকা, পেয়ারা ১০০ থেকে ১২০ টাকা, কলা ৭০ টাকা ৮০ টাকা বোন, আঙুর ১০০ থেকে ১২০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা , বেদানা ২০০ টাকা পার কেজি।

মহিলারা পূজার বাজার করতে এসে বিপাকে পরছেন, যে ভাবে জিনিসের দাম বেড়েছে, কিন্তু শিব কে সন্তূষ্ট করতে গিয়ে যতটা না করলে নয় , সেই মতো কিনে ফিরছেন সবাই। কারণ সবাই আজ শিবের ব্রত পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একদিকে নারী দিবস, অন্যদিকে শিব রাত্রি উৎসব

সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

একদিকে যেমন সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তেমনি অন্য দিকে নারীদের শিব রাত্রি ব্রত পালন। শিব রাত্রি উৎসব পালিত হচ্ছে সারা দেশে , অলিতে গলিতে, শিবের মন্দিরে মন্দিরে।

শুক্রবার (৮ই মার্চ) সকাল থেকেই একদিকে চলছে মন্দির সাজানোর কাজ এবং শিব দূর্গাকে সাজানো। অন্যদিকে মন্দিরে মন্দিরে ভোগের আয়োজন, কোথাও কোথাও আলোতে সেজে উঠেছে মন্দির গুলোন। রাত ৮টা বাজলেই এই মন্দির গুলিতে পূজো দেওয়ার জন্য ভীর জমাবে মহিলারা , শিবের কাছে তাদের বর চাওয়া ও কমনা পূরণে।

আর একদিকে দেখা গেল ফল ও ফুলের বাজারে দাম আগুন। একটি গাঁদা ফুলের মালার দাম ২৫ টাকা থেকে ৩০ টাকা, ডাব ৩০ টাকা থেকে ৫০ টাকা, আকন্দ মালা ১৫ থেকে ২০ টাকা, ধুতরা ফল ও ফুল ৫ টাকা পিচ।

আপেল ১৫০ টাকা থেকে ১৮০ ‌টাকা, পেয়ারা ১০০ থেকে ১২০ টাকা, কলা ৭০ টাকা ৮০ টাকা বোন, আঙুর ১০০ থেকে ১২০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা , বেদানা ২০০ টাকা পার কেজি।

মহিলারা পূজার বাজার করতে এসে বিপাকে পরছেন, যে ভাবে জিনিসের দাম বেড়েছে, কিন্তু শিব কে সন্তূষ্ট করতে গিয়ে যতটা না করলে নয় , সেই মতো কিনে ফিরছেন সবাই। কারণ সবাই আজ শিবের ব্রত পালন করবেন।