https://bangla-times.com/
ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  • অন্যান্য

এইচএসসি পরীক্ষা/ দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!

এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার (৫ জুন) সচিবালয়ে এই বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আরও পড়ুন : ওসমানী হাসপাতালেও ঢুকে পড়লো বন্যার পানি

এ সময় তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। আর লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৫১ হাজার। কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭২৫টি। এছাড়া দেশে বাইরে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।