উপজেলা নির্বাচন/ মাধবপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদের সভা কক্ষে জেলা প্রশাসক জিলুফা সুলতানা’র উপস্থিতিত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের উপস্থিতিতে ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।
মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন চৌধুরী অসীম প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন। এছাড়া বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ঘোড়া প্রতীক। আর শালিক পাখি প্রতীক পেয়েছেন সৈয়দ শাহ হাবীব উল্লাহ সুচন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী বই প্রতীক পেয়েছেন, আব্দুল আজিজ পেয়েছেন চশমা প্রতীক, টিয়াপাখি প্রতীক পেয়েছেন আসাদুজ্জামান, ধীরা নায়েক পেয়েছেন মাইক প্রতীক, সৈয়দ সামছুল আরেফীন রাজিব তালা প্রতীক ও মো: সোলাইমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আছমা আক্তার চৌধুরী পেয়েছেন সেলাই মেশিন প্রতীক, পদ্মফুল প্রতীক পেয়েছেন ফাতেমা তুজ জোহরা রীনা, ফুটবল প্রতীক পেয়েছেন মোছা: জাহানারা বেগম শেলী ও সেলিনা আক্তার কলস প্রতীক পেয়েছেন। ভোট অনুুুষ্ঠিত হবে আগামী ৫ জুন।