সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচন : প্রথম ধাপে ভোট ৮ মে, তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫২ উপজেলায় ৮ মে ভোট অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় এই তফসিল ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৫ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ১৭ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২২ এপ্রিল।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। প্রথম ধাপের ১৫২ উপজেলার মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে।
এছাড়া দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে ২৩ মে। ২৯ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ভোট। আর শেষ ধাপে অর্থাৎ চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হবে ৫ জুন।




























