সংবাদ শিরোনাম ::
‘উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো সন্তোষজনক’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিলো সন্তোষজনক। উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীদল যে বক্তব্য রেখেছে, তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে।
বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রথম পর্যায়ে কোথাও ক্যাজুয়্যালিটি নেই, প্রাণহানির ঘটনাও নেই। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানি হয়নি। নির্বাচন কমিশন বলেছে, ভোটকেন্দ্র ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো।
তিনি বলেন, ‘জনগণ নির্বাচন বয়কট করেছে’ বিএনপির এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ। বিএনপির অনেকেই নির্বাচন করেছে, বহিষ্কার করেও তাদের ঠেকানো যায়নি।