‘উপজেলা নির্বাচনে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রী যেই হোক, কারও হস্তক্ষেপ সহ্য করা হবে না।
শনিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আমাদের নেত্রী দলীয় প্রার্থী দেয়া উন্মুক্ত করে দিয়েছেন। কারণ আমরা দেখতে চাই- নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়।
তিনি আরও বলেন, মন্ত্রী হোক, এমপি হোক কেউ হস্তক্ষেপ করবে প্রশাসনিকভাবে, ক্ষমতার জোরে- এটা কোনো অবস্থায় সহ্য করে যাবে না।
নির্বাচনে যে উদ্দেশ্যে প্রতীক উন্মুক্ত করা হয়েছে, সে উদ্দেশ্যকে ব্যাহত করা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বড় দলে সমস্যা থাকে। তবে আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নামতে চায়। ফ্রি স্টাইলে দল চলে না, কারও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের দায় দল নিবে না।