https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  • অন্যান্য

‘উন্নয়নের স্বার্থেই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো
জুন ৮, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!

রাজশাহী-২ আসনের এমপি অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেছেন, মানসম্মত শিক্ষা ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। আর শিক্ষার উন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষকদের সুযোগ-সুবিধাগুলো বাড়ানো প্রয়োজন। দেশের উন্নয়নের স্বার্থেই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। বেসরকারি ও সরকারির মধ্যে বৈষম্য দূর করা প্রয়োজন।

শনিবার (৮ জুন) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাকশিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন। সভাপতিত্ব করেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান।

চট্টগ্রাম জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ সম্মেলনে চট্টগ্রামের সকল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।