উন্নত পদ্ধতিতে মাছ চাষ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থানা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলর বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রান্তিক মৎস্য চাষি অংশগ্রহন করেন।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্র এর উদ্যোগে এবং বিএফআরআই এর অর্থায়নে উপকেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
উপকেন্দ্রের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পৌর কাউন্সিল কালাম সরদার, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু। এছাড়া বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মো.রহমত উল্লাহ মো.মনজুরুল হাসানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মশালায় ওইসব মৎস্য চাষিদের পুকুর, ঘের এবং নার্সারিতে উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে ধরানা দেয়া হয়। এ কর্মশালা চলবে আগামি শুক্রবার পর্যন্ত।