সংবাদ শিরোনাম ::
উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে হল ছাড়ছে রাবি শিক্ষার্থীরা
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
থমথমে অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হল এখন ফাঁকা হয়ে গেছে। আতঙ্কে বাড়ি চলে যাচ্ছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছে। দুপুরের মধ্যে শূন্য কোটায় নেমে আসে হলে শিক্ষার্থীদের সংখ্যা।
এদিকে, কয়েকদিন ধরে চলা আন্দোলন বুধবার (১৭ জুলাই) ভয়াবহ রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে ওইদিন সোয়া ৭টায় শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরবর্তীতে অবরুদ্ধ উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুর ১২ টার মধ্যে হল ছাড়তে হবে। এটা সরকারের সিদ্ধান্ত। আমাদের কিছুই করার নেই।