উত্তরায় দুই রেস্টুরেন্ট সিলগালা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
অনিয়মের অভিযোগে উত্তরায় দুটি রেষ্টৃরেন্ট সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রেষ্টুরেন্ট দুটি হলো-খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এবং মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্টুরেন্ট।
রোববার (১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে সিলগালা করে দেয় রাজউক।
এ সময় রাজউক কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছে খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার। একতলা এই রেস্টুরেন্ট রাজউকের বাণিজ্যিক প্লট। এর পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে আগুন লাগার শঙ্কা এই অভিযান চালানো হয়। এ সময় পার্শ্ববর্তী কিচেনে থাকা প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালায় রাজউক। প্রতিষ্ঠানটির মালিক এ সময় কোনো প্রকার লিগ্যাল দলিল কিংবা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি।
রাজউক জানায়, ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না রেস্টুরেন্টটি। এমনকি ভবনটি সিলগালাও করে দেয়া হয়।