সংবাদ শিরোনাম ::
উড়ন্ত ট্যাক্সিতে যাওয়া যাবে আবুধাবি থেকে দুবাই
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
মাত্র ৩০ মিনিটে উড়ন্ত ট্যাক্সিতে আবুধাবি থেকে দুবাই যাওয়া যাবে। শুক্রবার (২৬ এপ্রিল) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৬ সাল নাগাদ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জোবি অ্যাভিয়েশন বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য ইলেকট্রিক টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ার ট্যাক্সিগুলোর কার্যক্রম শুরু করবে। এমটাই ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির সাথে চুক্তি করা হবে। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের প্রথম দিকে আমিরাতে এয়ার ট্যাক্সি চালুর কথা।