ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের ছুটির পর প্রথম কার্য দিবসে নিজ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
সোমবার (১৫ এপ্রিল ) সকালে নিজ কক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। এসময় শুভেচ্ছা বিনিময় করেন উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী (অ:দ) ও সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের সহকারী ফজলে এলাহী হোসেন ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সকল কর্মকর্তা-কর্মচারীদের খোজ-খবর নেন এবং কে কোথায় ঈদ করেছেন ঈদের আনন্দ কেমন হয়েছে সম্পর্কে জানতে চান। এসময় তিনি বলেন, আমি আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেছি এবং বাংলা নববর্ষ পালন করেছি।