https://bangla-times.com/
ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪

ঈদের ছুটির আগেই বেতন পাবেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ । ৮২ জন
Link Copied!

ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকরা বেতন-বোনাস পাবেন। বুধবার (২০ মার্চ) পোশাক শিল্পের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এক্ষেত্রে কঠোর কারখানাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর পাশাপাশি, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, আমরা বিশৃঙ্খলা চাই না। রেশনিংয়ের ব্যবস্থা পোশাক শ্রমিকদের জন্য করা হবে। এরমধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শ্রম পরিস্থিতি নিয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের অবস্থানের পক্ষে ছিলো বেশিরভাগ দেশ। তবে যেসব বিষয় সমাধান হয়নি তা নিয়ে আলোচনা হবে।