ঈদযাত্রা, ট্রেনের ৮ এপ্রিলের আগাম টিকিট বিক্রি শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২৯ মার্চ) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। আগের নিয়মানুযায়ী দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। ঈদে আগাম যাত্রার ও ফেরতর যাত্রার ক্ষেত্রে একবার টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবেন।
শনিবার (৩০ মার্চ) বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
আর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। প্রথম দিন ১৩ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। ৪ এপ্রিলে ১৪ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। আর ৫ এপ্রিল পাওয়া যাবে ১৫ এপ্রিলের টিকিট। ৬ এপ্রিল মিলবে ১৬ এপ্রিলের টিকিট। ৭ এপ্রিল ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল পাওয়া যাবে ১৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।