ঈদযাত্রায় চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন স্বর্ণা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন স্বর্ণা আক্তার নামে নারী। সোমবার (৮ এপ্রিল) দুপুরে দিকে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ট্রেনের মধ্যেই ওই প্রসূতি সন্তানের জন্ম দেন।
বর্তমানে মা ও শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সন্তান জন্মদানকারী মা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী।
জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) সকালে খুলনা থেকে ছেড়ে আসে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি ভেরামারা রেলস্টেশনে ওই নারীর প্রসব বেদনা ওঠে। এরপর ট্রেনযাত্রী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোছাম্মৎ নাজনীন আক্তার সহায়তা করেন। দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে ওই প্রসূতি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। তারা দুজনেই সুস্থ আছে।