সংবাদ শিরোনাম ::
ঈদকে ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
রোজার ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা প্রস্তুতকারীরা। রাজধানীসহ সারাদেশে এই চক্রের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের সময় জাল টাকাসহ সরঞ্জামাদিসহ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলঅর চরমোহন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির মূলহোতা আরিফ ব্যাপারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, জাল টাকা উদ্ধার করা হয়।