https://bangla-times.com/
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  • অন্যান্য

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ । ১৭ জন
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় ১৫০ পিচ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তারা হলো-ইয়াবাসহ মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও বোরহান শেখ (৩৫)।

গ্রেফতার মোহাম্মদ মশিয়ার শেখ লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে ও বোরহান শেখ লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।

জানা যায়, শনিবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম ও এএসআই সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরসভার খলিশাখালি গ্রামের ইমরান মাস্টারের বসতবাড়ির উঠান থেকে মোহাম্মদ মশিয়ার শেখ ও বোরহান শেখ কে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন,এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার (৯ জুন) আসামিদের আদালতে সোপর্দ করা হবে।