https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৪ মে ২০২৪

আ’ লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৪ ৯:৩৮ পূর্বাহ্ণ । ১৭ জন
Link Copied!

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ মে) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ।