সংবাদ শিরোনাম ::
আয়-ব্যয়ের হিসাব দিলো বিকল্পধারা বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলো বিকল্পধারা বাংলাদেশ। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলের সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলুসহ একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়।
দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরিত ফরওয়ার্ডিং লেটারসহ পঞ্জিকা বছর ২০২৩-এর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।
দলের দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী, ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনে জমা দিতে হয়। তাই দলের পক্ষ থেকে আয় ব্যয় হিসাব জমা দেওয়া হয়েছে।