সংবাদ শিরোনাম ::
আলিম পরীক্ষার ফরম পূরণ ১৬ এপ্রিল শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল। পরীক্ষা শুরু হবে ৩০ জুন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছ।
ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ এপ্রিল অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংবলিত তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ শেষ করতে হবে।
আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে ৩ হাজার ১২০ টাকা ও সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
ফি জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল পর্যন্ত। সোনালী ব্যাংকে ফি-এর টাকা জমা দিতে হবে। এর আগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড।