সংবাদ শিরোনাম ::
আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
রাজধানীর আফতাবনগরে কোরবানীর পশুরহাট বসানোর সিদ্ধান্তকে স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ঈদে আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৮ মে (বুধবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন।
এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী নামে এক ব্যক্তি।
চলতি বছরের ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।রিটে ৯ জনকে বিবাদী করা হয়।