সংবাদ শিরোনাম ::
আদিবাসী নেতা বিমলের মা না ফেরার দেশে
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজুয়াড়ের মা খুখি বালা এই জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার (২১ শে মার্চ) রাত সাড়ে ৯ টায় গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ের এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১১টার সময় তার নিজ গ্রামে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে চৈতন্যপুর গ্রামে আদিবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খুখি বালার মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের নেতারা গভীর শোক প্রকাশ এবং তার আত্মার শান্তি কামনা করেন।