সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে মা দিবসে র্যালি

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব ‘মা’ দিবস পালন করা হয়েছে।
রবিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার সময় আদমদিঘী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কান্তি পালের সভাপতিত্বে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে আলোচনার অনুষ্ঠিত হয়
‘মা’ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা, কাজী জসীম উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।