আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও এ্যাম্পুলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) ও শনিবার (১৮ মে) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সবুজ (২৬),মিজানুর রহমান মিজু (৩০) এবং আনোয়ার হোসেন (৫৮)। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে শনিবার (১৮ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক নাজমুল হক এ বিষয়ে বলেন, শুক্রবার (১৭ মে) রাতে ও শনিবার (১৮ মে) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সবুজের কাছে থেকে ৪০০ গ্রাম গাঁজা, মিজুর কাছে থেকে ২৫ পিস এ্যাম্পুল ইনজেকশন এবং আনোয়ার হোসেনের কাছে থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার (১৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।