সংবাদ শিরোনাম ::
‘আচরণবিধি ভঙ্গ করলেই ব্যবস্থা’
বরিশাল ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, উপজেলি পরিষদ নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হবে।
শনিবার (১৮ মে) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুষ্ঠু নির্বাচন। সারা দেশের সবার চাওয়া সুষ্ঠু নির্বাচন। এই দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।
এসময় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, বরিশালের জেলা প্রশাসক. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।