‘আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো’
- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, আওয়ামী লীগ আত্মতুষ্টিতে ভুগবে না, যেভাবে ভোটের বাক্স পাহারা দিয়েছি, রাজপথ পাহারা দিয়েছি, সেভাবেই আমরা আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো।
সোমবার (১৮ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. হাছান বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে গিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, ট্রেনে আগুন দিয়েছে, তবু নির্বাচন বানচাল করতে পারেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় বিশ্বের ৮০ টি দেশ, ৩২ টি আন্তর্জাতিক সংস্থা তাকে অভিনন্দন জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছোট কিছু রাজনৈতিক দল এবং পরিত্যক্ত নেতাদের ইদানীং বড়ো আওয়াজ শোনা যায়। তাদের নাম বলতে চাই না, কিন্তু তাদের সাথে মানুষ নাই। মঞ্চে ১০০ জন সামনে ২০ জন আর বাকিটা মিডিয়া নিয়ে তাদের সভা হয়।