‘আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে’
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। এ দেশের মানুষের মুক্তির জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ডে দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনা করেছে। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা থাইল্যান্ডের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে পারি। এজন্য থাইল্যান্ডের সাথে আমাদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেছি। বাংলাদেশের স্বাস্থ্যখাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানাই।
ছয় দিনেরথাইল্যান্ড সফর শেষে ২৯ এপ্রিল দেশে ফিরেন প্রধানমন্ত্রী। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।