আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার, হতে পারে যেসব আলোচনা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এদিন সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হবে। এতে, দলের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের নিজকটজনদের প্রার্থী করা, তৃণমূলে কোন্দল নিরসন সাংগঠনিক সিদ্ধান্ত হবে।
চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠনের পর আওয়ামী লীগ দ্বিতীয়বার কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভা ডেকেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সভায় ১৬টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এরমধ্যে জুনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হীরকজয়ন্তী উদযাপন কর্মসূচি চূড়ান্ত হতে পারে। গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন। দলের সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে তাদের বিষয়েও সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এছাড়া সভায় দলীয় প্রধানের কাছে ৮ সাংগঠনিক বিভাগের প্রতিবেদন জমা দেবেন সাংগঠনিক সম্পাদকেরা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভা হয়েছিলো। সেই সভার সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হয়েছে তাও এ সভয় পর্যালোচনা হবে বলে জানান তিনি।