অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৪০২ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের সাতানব্বই ব্যাচের মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার এস এম রায়হানুল ইসলাম ঢাকাস্থ গ্রিন বিশ্ববিদ্যালয়ের ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইঞ্জিনিয়ার এস এম রায়হানুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের পার্শ্ববর্তী গ্রাম নওগাঁ জেলার সদর উপজেলার দোগাছী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাহারুল ইসলামের বড়ো ছেলে।
গ্রিন বিশ্ববিদ্যালয় ইইই অ্যালামনাইয়ের নেতৃত্বে ইঞ্জিনিয়ার এস এম রায়হানুল ইসলামকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। গত রবি বার গ্রিন বিশ্ববিদ্যালয়ের ইইই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকার অদূরে পূর্বাচল আমেরিকান সিটিতে গ্রিন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গ্রিন ইইই গত ২৮ মার্চ ইফতার মাহফিলের আয়োজনে গ্রিন ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশেনের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় গ্রিন বিশ্ববিদ্যালয়ের ইইই’র ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সব ফ্যাক্যালটির তিন শতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভাগীয় সম্পর্কের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার এসএম রায়হানুল ইসলাম বলেন, গ্রিন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করাই আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দুই বছর সকলের সর্বিক সহোযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করে যাবো।