সংবাদ শিরোনাম ::
অবৈধ সিসা কারখানায় অভিযান, ২২ লাখ টাকার সিসা জব্দ
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ প্রায় ২২ লাখ টাকার সিসা জব্দ করা হয়েছে। রোববার (২৪ মার্চ) এই অভিযান পরিচালিত হয়।
ঠাকুরগাঁও সদর ইউএনও বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার ঢোলাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। এসময় সিসাগুলো জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়।
জানা গেছে, ঢোলাডাঙ্গী এলাকায় একটি আম বাগানে পুরোনো ব্যাটারি সংগ্রহের পর অবৈধভাবে কারখানা স্থাপন করে তা গলিয়ে সিসা তৈরি করছিলো কয়েক জন যুবক। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ থেকে ৩০ কেজি ওজনের ৩৩০টি প্লেট সিসা জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা সিসা সদর উপজেলায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।