অবৈধ ভাটায় পুড়ছে কাঠ, নীরব প্রশাসন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে ‘ ফাইভ স্টার বিকস্ ’ নামের একটি ইটভাটায় জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। ইটভাটার লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও নবায়ন ছাড়াই চলছে। তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা সদর থেকে মাত্র পৌনে এক কিলোমিটার পশ্চিমে পাঁচন্দর মুন্ডুমালা আবাসিক এলাকায় ভাটাটির মালিক মো. শামসুজ্জামান শামসুল ।
ভাটাসংলগ্ন সড়ক দিয়ে প্রতিদিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী যাতায়াত করেন । নজরদারির অভাবে ভাটা মালিক জনবসতি আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করে জ্বালানি কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করছেন । এই পরিস্থিতিতে অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ভাটাটিতে মাঝে মধ্যেই পরিবেশ অধিদপ্তরের লোকজনকে আসা- যাওয়া করে। তাদের সাথে সখ্যতার কারণে ওই ভাটায় অবাধে পুড়ছে কাঠ। স্থানীয়দের দাবি পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অনুমোদনহীন ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ দিয়ে হচ্ছে ইট পোড়ানো।
এসব বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী উপ- পরিচালক কবির হোসেন বলেন, আমরা গত বছর ওই ইটভাটায় অভিযান চালিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সতর্ক করেছি । এরমধ্যে দুই বছর লাইন্সেস নবায়ন বন্ধ ছিল। জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
সরজমিনে ইটভাটায় গিয়ে দেখা গেছে, ‘ ফাইভ স্টার বিকস্ ’ নামে ইটভাটায় দেদারচ্ছে পুড়ছে জ্বালানি কাঠ । ভাটার উত্তরপাশে স্তুপ করে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ । ভাটার চারপাশে এবং ওপরে বিপুল পরিমান গাছের গুড়ি দেখা যায় । পশ্চিম দিকে কিছু কয়লার মজুত থাকলেও , তা ছিল অতি সামান্য ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, প্রায়ই ভাটাটিতে লোকজনকে যাতায়াত করতে দেখা যায় । জানা যায় তারা পরিবেশ অধিদপ্তরের লোকজন । তারা আসেন ভাটা ঘুরে ঘুরে দেখেন, আবার চলেও যান । কিন্তু বন্ধ হয়না কাঠ দিয়ে ইট পোড়ানো । এর ফলে অতিরিক্ত ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে পরিবেশ । আশপাশের আমসহ বিভিন্ন ফলদ উৎপাদনও কমে গেছে ।
ইটভাটার মালিক শামসুজ্জামান এ বিষয়ে বলেন, সবাইকে ম্যানেজ করেই ভাটা চালানো হচ্ছে । কয়লা ফুরিয়ে যাওয়ায় কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট।
এ ব্যাপারে তানোর ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, কাঠ দিয়ে ইট পোড়ানোর বিষয়টি আমার জানা নেই । খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।