https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  • অন্যান্য

অবৈধভাবে আসা দুই কোটি টাকার ভারতীয় চিনি উদ্ধার

সিলেট ব্যুরো
জুন ৬, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ । ১৭ জন
Link Copied!

সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়। যা এই পর্যন্ত জেলার জব্দকৃত সবচেয়ে বড় চালান।

জানা গেছে, জব্দকৃত ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিলো। এসময় পুলিশ ধাওয়া দিলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ এর সত্যততা নিশ্চিত করেছেন। জব্দকৃত চিনির মূল্য দুই কোটি টাকা।