অবন্তিকার মৃত্যু, ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারসহ ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (১৬ মার্চ) বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করে। অন্যথায় সোমবার (১৮ মার্চ) ভিসির কার্যালয় ঘেরাও করা হবে।
বিক্ষোভ সমাবেশে এক শিক্ষার্থী বলেন, অবন্তিকা যৌন নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিয়ে দিলো। বিচার না পেয়ে সেই পথেই পা বাড়িয়েছে। আমরা এর বিচার চাই।
উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করেন অবন্তিকা। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট করেন। এরে কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।
ফাইরুজ আবন্তিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জবি শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিচার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের ভেতর আন্দোলন করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের নির্দেশে অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি ও অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার ককরা হহয়েযছে।
এদিকে, এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ। আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাস কমিটির সদস্য সচিব।
কমিটিতে আরও রয়েছেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সঙ্গীতের চেয়ারম্যান ঝুমুর আহমেদ।