ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অবন্তিকার আত্মহত্যা: তদন্ত প্রতিবেদন কতোদূর?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা শিক্ষক-সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে নির্দেশনার ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির ভাষ্য, প্রতিবেদন কবে জমা দিতে হবে এর স্পষ্ট কোন নির্দেশনা তাদের দেয়া হয়নি।

১৬ মার্চ (শনিবার) মাঝরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

ওই সময় উপাচার্য বলেছিলেন, কথা দিচ্ছি তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ের ঘেট যাওয়া ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এর আগেও ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটিতেই সীমাবদ্ধ থাকে তদন্ত। আজও সেসব তদন্তের কোনো অগ্রগতি দেখা যায়নি। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দিতে হবে।

অবন্তিকা আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, এখনো তদন্ত শেষ করতে পারিনি।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিলে সেই রিপোর্ট অত্যন্ত কাঁচা হয়। যেহেতু তদন্ত চলছে, আমাদের শিক্ষকরা কেউ বসে নেই। তদন্ত কমিটি নিরলস পরিশ্রম করছেন। আশাকরছি ঈদের পরই রিপোর্ট হাতে পাবো।

১৫ মার্চ (শুক্রবার) রাত ১০টার দিকেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ফেসবুকে শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে পোস্ট দেন। এরপর আত্মহত্যা করেন ওই ছাত্রী। পোস্ট করা সুইসাইড নোটে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ তুলেছেন। আর সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে হয়রানি ও মানহানির অভিযোগ তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবন্তিকার আত্মহত্যা: তদন্ত প্রতিবেদন কতোদূর?

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা শিক্ষক-সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে নির্দেশনার ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির ভাষ্য, প্রতিবেদন কবে জমা দিতে হবে এর স্পষ্ট কোন নির্দেশনা তাদের দেয়া হয়নি।

১৬ মার্চ (শনিবার) মাঝরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

ওই সময় উপাচার্য বলেছিলেন, কথা দিচ্ছি তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ের ঘেট যাওয়া ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এর আগেও ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটিতেই সীমাবদ্ধ থাকে তদন্ত। আজও সেসব তদন্তের কোনো অগ্রগতি দেখা যায়নি। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দিতে হবে।

অবন্তিকা আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, এখনো তদন্ত শেষ করতে পারিনি।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিলে সেই রিপোর্ট অত্যন্ত কাঁচা হয়। যেহেতু তদন্ত চলছে, আমাদের শিক্ষকরা কেউ বসে নেই। তদন্ত কমিটি নিরলস পরিশ্রম করছেন। আশাকরছি ঈদের পরই রিপোর্ট হাতে পাবো।

১৫ মার্চ (শুক্রবার) রাত ১০টার দিকেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ফেসবুকে শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে পোস্ট দেন। এরপর আত্মহত্যা করেন ওই ছাত্রী। পোস্ট করা সুইসাইড নোটে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ তুলেছেন। আর সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে হয়রানি ও মানহানির অভিযোগ তুলেছেন।