সংবাদ শিরোনাম ::
অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। রোববার (১৯ মে) সকালে চালকরা সড়কে জড়ো হয়ে এই অবরোধ করেন।
সড়ক অবরোধের ফলে মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল ব্যহত হয়। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্তিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
উল্লেখ্য,১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ও দেশের ২২ মহাসড়কে অটোরিকশা চলাচল করতে পারবে না।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।