ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু-হানিফ,বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের একটি মহল বিভিন্ন ধরনের মনগড়া অসত্য ভিত্তিহীন তথ্য ফেসবুকে প্রকাশ করবার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭মার্চ) কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বয়ারসিংগা গ্রামের মিরাজুল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ধোপাখালী ইউনিয়নের মোঃ শুকুর মাঝি, শেখ মনজুরুল হোসেন ও অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিরাজুল বলেন, আমি ধোপাখালী ৩ নং ওয়ার্ডের শিয়ালকাঠি এলাকায় ভিজিডি চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত একজন ডিলার। ভিজিডি চাল বিতরণকে কেন্দ্র করে একটি মহল আমাকে জড়িয়ে মনগড়া অসত্য, ভিত্তিহীন তথ্য ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে ভুল তথ্য দিয়ে আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। আদৌ এ ধরনের কাজের সাথে আমি কখনোই জড়িত ছিলাম না এখনো জড়িত নেই। আমার সততা ও জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে একটি চিহ্নিত মহল আমার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র মেতে উঠেছে।

মিরাজুল জানান, তিনি বিগত সময়ের মতো এবারও জনসম্মুখে নির্ধারিত কার্ড ধারীদের মাঝে সরকারি নিয়ম অনুযায়ী চাউল বিতরণ করেছে।এখানে ওজনে কম দেওয়ার প্রশ্নই ওঠে না, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কেউ কোন ধরনের
অভিযোগ করে নাই। তবে পরিকল্পিতভাবে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করবার উদ্দেশ্যে মন গড়া বক্তব্য প্রদান করেছে। এই ঘটনায় আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি।

মিরাজুল আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মানুষের কাছ থেকে কার্ডের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাবী করছেন। এ ধরনের কর্মের সঙ্গে আমি জড়িত নই। একটি মহল লাইসেন্স বাতিল করার
অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানান । তিনি প্রশাসনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ১১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বাগেরহাটের একটি মহল বিভিন্ন ধরনের মনগড়া অসত্য ভিত্তিহীন তথ্য ফেসবুকে প্রকাশ করবার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭মার্চ) কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বয়ারসিংগা গ্রামের মিরাজুল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ধোপাখালী ইউনিয়নের মোঃ শুকুর মাঝি, শেখ মনজুরুল হোসেন ও অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিরাজুল বলেন, আমি ধোপাখালী ৩ নং ওয়ার্ডের শিয়ালকাঠি এলাকায় ভিজিডি চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত একজন ডিলার। ভিজিডি চাল বিতরণকে কেন্দ্র করে একটি মহল আমাকে জড়িয়ে মনগড়া অসত্য, ভিত্তিহীন তথ্য ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে ভুল তথ্য দিয়ে আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। আদৌ এ ধরনের কাজের সাথে আমি কখনোই জড়িত ছিলাম না এখনো জড়িত নেই। আমার সততা ও জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে একটি চিহ্নিত মহল আমার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র মেতে উঠেছে।

মিরাজুল জানান, তিনি বিগত সময়ের মতো এবারও জনসম্মুখে নির্ধারিত কার্ড ধারীদের মাঝে সরকারি নিয়ম অনুযায়ী চাউল বিতরণ করেছে।এখানে ওজনে কম দেওয়ার প্রশ্নই ওঠে না, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কেউ কোন ধরনের
অভিযোগ করে নাই। তবে পরিকল্পিতভাবে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করবার উদ্দেশ্যে মন গড়া বক্তব্য প্রদান করেছে। এই ঘটনায় আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি।

মিরাজুল আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মানুষের কাছ থেকে কার্ডের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাবী করছেন। এ ধরনের কর্মের সঙ্গে আমি জড়িত নই। একটি মহল লাইসেন্স বাতিল করার
অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানান । তিনি প্রশাসনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।