বললেন রুহুল কবির রিজভী
ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে লাভ নেই
- সংবাদ প্রকাশের সময় : ০১:২২:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছেন কেনো, আমরা এগুলো পার করে আসছি। জেল রিমান্ড আমাদের সঙ্গী ছিল। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচিত সরকার গঠনে এতো গড়িমসি কেনো? এই সরকারের কথা শুনে মনে হচ্ছে এই সরকার ওয়ান ইলেভেন সরকারের ছায়া।
তিনি আরও বলেন, খুব কৌশলে কথা আসছে। এক দখলদার গেছে অন্য দখলদার আসছে। যাদের অন্তর্বর্তী প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করে সংস্কার করুন। কিন্তু আপনারা সুশীল সমাজের লোক বলে যা বলবেন সেটাই মেনে নিতে হবে সেটা তো নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা পালিয়েছে। যারা আন্দোলনে সহযাত্রী ছিলেন তারা একটা শঙ্কার কথা বলে।