রাজশাহীতে বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
: বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মো: মুশফিকুর রহমান বাবু।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বলেন, বর্তমানে সকলেই টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতে অভ্যস্ত হয়ে পড়ছে। যার ফলে রাজশাহীতে ক্রিকেট খেলার যে ঐতিহ্য সেটি হারিয়ে যাচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলায় অংশবগ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমাদের এ টুর্ণামেন্ট কাঠের বল দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। যার জন্য খেলোয়াড়রা একদিকে রাজশাহীর ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে এবং অন্যদিকে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
ক্রিকেট টি-২০ টুর্ণামেন্ট উদ্বোধনকালে বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবুর সঞ্চালনায় ও সভাপতি মো: মনিরুজ্জামান ছানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাষ্টারশেফ রেস্তোরাঁর স্বত্বাধিকারী এস. এম. শিহাব উদ্দিন, বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টে মোট ৩৬ টি দল অংশগ্রহন করেছে।