লোহাগড়ার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর। বৃহস্পতিবার (২৩জানুয়ারি) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান—-২০২৩ নম্বর স্মারকে গত ০৮/০১/২০২৫ তারিখের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দেন।
জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদনের জন্য গত ৮ জানুয়ারী/২০২৫ তারিখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ যথাযথভাবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করেন।এর প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারী/২০২৫ খ্রীঃ বৃহস্পতিবার বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান—-২০২৩ নম্বর স্মারকে কমিটির সভাপতি পদে ইতনা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সরদার তানজিব হোসেন, সাধারন শিক্ষক সদস্য আরিফুজ্জামা, অভিভাবক সদস্য পদে সাংবাদিক শ.ম. কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে অধ্যক্ষ, ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা/২০২৪ এর ধারা ৬৪ অনুসারে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে।