সংবাদ শিরোনাম ::
বললেন রুহুল কবির রিজভী
কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর।
রিজভী আরও বলেন, সরকারের এ ধরনের আচরণের কারণেই মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।