যশোরে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
যশোরে জিরো ওয়েস্ট ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসন যশোরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিযে শেষ হয়। র্যালি শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
এসময় তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার জিরো ওয়েস্ট ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীদিনে তরুণরা কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারণ্যের উৎস সেই শিক্ষা দিবে।