মাদ্রাসা সুপারের নেতৃত্বে অপহরণ, জরুরী নাম্বারে ফোন পেয়ে উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান (৪০) নামে এক ব্যাবসায়ীকে তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত রোকুনুজ্জামান খান ঢাকার মগবাজার দিলু রোডের নুরুদ্দিন খানের ছেলে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকায় একটি ৭তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রোকুনুজ্জামান খান জানান, গত ১৯জানুয়ারী রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের নয়াগলা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সুপার ৭-৮ লোকজন নিয়ে অস্ত্রের মুখে তাকে জোর পূর্বক একটি এ্যাম্বুলেন্সে তুলে নেয়। এরপর তাকে নাকে চেতনানাশক রুমাল ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি রুমে হাত পা বাধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান।
গত ৩দিন ধরে তাকে রুমের মধ্যে আটকে তাকে মারধর করা হয়। বুধবার (২২ জানুয়ারি) সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পাশবর্তী ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান। এ সময় ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।