খালেদা জিয়ার চিকিৎসা: ‘ওয়ান স্টপ’ সেবায় জোর
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে কেন্দ্র করে ‘ওয়ান স্টপ’ সেবা হিসেবে পরিচালিত হচ্ছে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছে। এক ছাতার নিচে চিকিৎসা সম্পন্ন করতে কাজ চলছে। তার সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের জটিলতাকে গুরুত্ব দিয়েই চিকিৎসা চলছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখবেন।
ডা. জাহিদ বলেন, দেশে সুচিকিৎসার অভাবে ওনার যেসব শারীরিক সমস্যা বেড়েছে এবং বয়সের কথা বিবেচনায় নিয়ে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে মেডিকেল বোর্ড মতামত দেবে এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।