লক্ষ্মীপুরে শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা উৎসব
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে উপজেলার শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দেয়ালিকা উৎসব ২১ জানুয়ারী (মঙ্গলবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাইনুল ইসলাম (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন,শহিদুল ইসলাম,মাকসুদ আলম প্রমুখ।
উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মনির আহমদ জানান, তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্ন বিদ্যালয়, বাড়ি তৈরি, খেলাধূলা, ভাষা আন্দোলন,মহান স্বাধীনতা,২০২৪ আগষ্ঠে বিপ্লবসহ বিভিন্ন অভিজ্ঞতাকে ধারণ করে দেয়ালিকা তৈরি করেছে।
এতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখেছেন তিনি। আয়োজকরা জানান, সদর উপজেলার ১০০ সরকারী প্রাথমিক বিদ্যালয় এই দেয়ালিকা উৎসবে যোগ দেয়। বাছাই করে ৩ প্রতিষ্ঠানকে পুরুষ্কার প্রদান করা হবে।