কচুরিপানার ভিতর ইজিবাইক চালকের মরদেহ, আটক ৩
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় সোহাগ হোসেন রকি (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) রাতে পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাং’র কচুরিপানা মধ্যে থেকে উদ্ধার করা হয়। রকি উপজেলার পুড়াহদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে চৌগাছা-সলুয়া রোডে গেলে সিংহঝুলী থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে রকির সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাত রোববার ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাং এর পাড়ে শুকনা কচুরী পানার নীচ থেকে রকির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজলসহ ৩ জনকে আটক করা হয়।
যশোর( পিবিআই) পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ইজিবাইক মালামাল উদ্ধার হয়েছে। কি কারনে কেন তাকে হত্যা করা হয়েছে অচিরেই তা প্রকাশ করা হবে।