ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের ধারায় ফিরলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো দুর্বার রাজশাহী।

শুক্রবার (১৭ জানুয়ারি) টুর্নামেন্টের ২৩তম ও নিজেদের সপ্তম ম্যাচে রাজশাহী ৬৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এই জয়ে ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট আছে রাজশাহীর। টানা দুই হারের পর ৭ ম্যাচে ৪ পয়েন্ট আছে সিলেটের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। দু’জনে ৩ ওভারে ২৯ রান তোলেন।

চতুর্থ ওভারের প্রথম বলে হারিসকে ফিরিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাহিদুল ইসলাম। ২টি ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন হারিস।

এরপর অধিনায়ক এনামুল হককে নিয়ে ২৪ বলে ২৪ রানের জুটি গড়ে নাহিদুলের দ্বিতীয় শিকার হন জিশান। ১টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন জিশান।

দলীয় ৫৩ রানে জিশান ফেরার পর মিডল অর্ডারের তিন ব্যাটারের ঝড়ো জুটিতে বড় সংগ্রহের পথ পায় রাজশাহী। তৃতীয় থেকে পঞ্চম উইকেটে ৫২ বলে ১শ রান তুলে রাজশাহী।

মিডল অর্ডারে এনামুল ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২, রায়ান বার্ল ১টি চার ও ৪টি ছক্কায় ৪১ ও ইয়াসির আলি ১০ বলে ১৯ রান করেন।

শেষ দিকে আকবার আলির ১৫ বলে ১৪ এবং মৃত্যুঞ্জয়ী চৌধুরির ৬ বলে ১২ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। বল হাতে সিলেটের রুয়েল মিয়া ৩টি এবং নাহিদুল-নিহাদুজ্জামান ২টি করে উইকেট নেন।

১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারের মধ্যে ২ উইকেট হারায় সিলেট। দুই ওপেনার রনি তালুকদার ৪ ও পল স্টার্লিংকে ২ রানে আউট করেন রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম।

তৃতীয় উইকেটে ৪৩ বলে ৫৮ রানের জুটিতে সিলেটের শুরুর ধাক্কা সামাল দেন জাকির হাসান ও জর্জ মুনসি। পরপর দুই ওভারে জাকির ও মুনসির বিদায়ের পর পথ হারায় সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১৭ দশমিক ৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় সিলেট।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩টি ছক্কায় ২০ বলে জাকির ৩১ ও মুনসি ২০ রান করেন।

রাজশাহীর সানজামুল ২৫ রানে ৩টি, তাসকিন-মৃত্যুঞ্জয় ও আফতাব ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়ের ধারায় ফিরলো রাজশাহী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো দুর্বার রাজশাহী।

শুক্রবার (১৭ জানুয়ারি) টুর্নামেন্টের ২৩তম ও নিজেদের সপ্তম ম্যাচে রাজশাহী ৬৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এই জয়ে ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট আছে রাজশাহীর। টানা দুই হারের পর ৭ ম্যাচে ৪ পয়েন্ট আছে সিলেটের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। দু’জনে ৩ ওভারে ২৯ রান তোলেন।

চতুর্থ ওভারের প্রথম বলে হারিসকে ফিরিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাহিদুল ইসলাম। ২টি ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন হারিস।

এরপর অধিনায়ক এনামুল হককে নিয়ে ২৪ বলে ২৪ রানের জুটি গড়ে নাহিদুলের দ্বিতীয় শিকার হন জিশান। ১টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন জিশান।

দলীয় ৫৩ রানে জিশান ফেরার পর মিডল অর্ডারের তিন ব্যাটারের ঝড়ো জুটিতে বড় সংগ্রহের পথ পায় রাজশাহী। তৃতীয় থেকে পঞ্চম উইকেটে ৫২ বলে ১শ রান তুলে রাজশাহী।

মিডল অর্ডারে এনামুল ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২, রায়ান বার্ল ১টি চার ও ৪টি ছক্কায় ৪১ ও ইয়াসির আলি ১০ বলে ১৯ রান করেন।

শেষ দিকে আকবার আলির ১৫ বলে ১৪ এবং মৃত্যুঞ্জয়ী চৌধুরির ৬ বলে ১২ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। বল হাতে সিলেটের রুয়েল মিয়া ৩টি এবং নাহিদুল-নিহাদুজ্জামান ২টি করে উইকেট নেন।

১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারের মধ্যে ২ উইকেট হারায় সিলেট। দুই ওপেনার রনি তালুকদার ৪ ও পল স্টার্লিংকে ২ রানে আউট করেন রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম।

তৃতীয় উইকেটে ৪৩ বলে ৫৮ রানের জুটিতে সিলেটের শুরুর ধাক্কা সামাল দেন জাকির হাসান ও জর্জ মুনসি। পরপর দুই ওভারে জাকির ও মুনসির বিদায়ের পর পথ হারায় সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১৭ দশমিক ৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় সিলেট।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩টি ছক্কায় ২০ বলে জাকির ৩১ ও মুনসি ২০ রান করেন।

রাজশাহীর সানজামুল ২৫ রানে ৩টি, তাসকিন-মৃত্যুঞ্জয় ও আফতাব ২টি করে উইকেট নেন।